1. sheikhnadir81@gmail.com : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, চাষ ও পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা প্রচন্ড দাবদাহে পাইকগাছায় সড়কে ছিটানো হচ্ছে পানি, তৃষ্ণা নিবারণে শরবত পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২০ জনের মনোনয়নপত্র দাখিল কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির ৫ বছর মেয়াদী কমিটি গঠন চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ অজ্ঞান পার্টির কবলে তরমুজ ব্যবসায়ীর লক্ষাধিক টাকা খোঁয়া ভারতীয় প্যাকেটে দেশীয় খাদ্যপণ্য প্যাকেট ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, কপিলমুনির মদন চানাচুরকে জরিমানা কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সৈয়দপুর উপজেলা নির্বাচনে প্রতিক পেয়েই প্রার্থীদের প্রচারণা শুরু‌ টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যেপ্রতীক বরাদ্দ

উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে নৌকায় ভোট দিন-নারায়ন চন্দ্র চন্দ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৮ বার পঠিত
dumuriya-election-5043

শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::


বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা – ৫ আসনের নৌকা প্রতিকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার গ্রামকে শহরে রুপান্তিত করেছে।

এখন সকল সুবিধা গ্রামের বসে পাওয়া যায়। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ দৃশ‍্যমান। ভোট আসলে বসন্তের কোকিলরা নানা ফুলঝুরি দিয়ে আপনাদের সামনে হাজির হবে এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এলাকায় ভাল মানুষের সমাজ গড়তে চাই। জননেত্রী শেখ
হাসিনা বাংলাদেশ কে সুন্দর ভাবে সাজাচ্ছে। আমি ডুমুরিয়া ফুলতলা আসনটি সুন্দরভাবে সাজাতে কাজ করছি। এক সময়ের অশান্ত ডুমুরিয়া এখন স্বত্তি ও শান্তি বিরাজ করছে। আগামী৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় আসিন করে উন্নযনের যাত্রাকে ত্বরানিত করতে সকলকে আহবান জানান।

মঙ্গলবার (২ জানুয়ারী) দিনব‍্যাপী ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের সাহস জয়খালী বাজার, রাজাপুর মোড়, নোয়াকাঠী বাজার, কেকেকেবি মাধ‍্যমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, দিঘুলিয়া মন্দির, কুখিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, গজেন্দ্রপুর বাদামতলা এলাকায় পথ সভায় বক্তব‍্য দিতেগিয়ে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।

পথসভায় বক্তব‍্য দেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোকলেচুর রহমান বাবলু উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, আবু সাঈদ সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার, অধ‍্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল কুদ্দস, সাধারণ সম্পাদক নির্মল দেবনাথ, সাবেক চেয়ারম্যান শেখ জয়নাল আবেদীন, খান মোহাম্মদ আলী, হাফিজুর রহমান সরদার, এয়াকুব আলী শেখ, মাষ্টার সিরাজুল ইসলাম, ইমরান হোসেন বাবু, মেম্বার মাহাবুর রহমান, তোফায়েল হোসেন, নজরুল সরদার, ইউপি সদস‍্য সরদার সিরাজুল ইসলাম, ইউপি সদস‍্য হাসিনা বেগম, শরিফুজ্জামান, বখতিয়ার হোসেন, মহিলা নেত্রী আফরোজা খানম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর