1. sheikhnadir81@gmail.com : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাইক চেপে টিকটক, দুর্ঘটনায় পাইকগাছায় তিন কিশোর আহত কাঁকড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে আনারুল সভাপতি দিপংকর সম্পাদক নির্বাচিত পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, চাষ ও পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা প্রচন্ড দাবদাহে পাইকগাছায় সড়কে ছিটানো হচ্ছে পানি, তৃষ্ণা নিবারণে শরবত পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২০ জনের মনোনয়নপত্র দাখিল কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির ৫ বছর মেয়াদী কমিটি গঠন চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ অজ্ঞান পার্টির কবলে তরমুজ ব্যবসায়ীর লক্ষাধিক টাকা খোঁয়া ভারতীয় প্যাকেটে দেশীয় খাদ্যপণ্য প্যাকেট ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, কপিলমুনির মদন চানাচুরকে জরিমানা কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

কয়রায় হাত-পা বাঁধা অবস্থায় ষাটোর্ধ্ব নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৫৫ বার পঠিত
koyra-9656

কয়রা (খুলনা) প্রতিনিধি::


কয়রায় হোসনেয়ারা খাতুন (৬৫) নামের এক নারীর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাদারবাড়িয়া গ্রামে এ লাশ উদ্ধার করা হয়। হোসনেয়ারা ওই গ্রামের মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনার সময় বাড়িতে ওই নারী একাই ছিলেন। তার চার সন্তানের মধ্যে দুই জন দেশের বাইরে থাকেন। অপর দুই জন খুলনা শহরে কাজে গিয়েছিলেন। রাতে ওই নারীর বড় ছেলে খুলনা থেকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। তার মাকে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করেন। এলাকাবাসী এসে ঘরের জানালা দিয়ে মেঝেতে ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

তার বড় ছেলে তুহিন হোসেন বলেন, ঘটনার দিন সকালে বাড়িতে তার মাকে একা রেখে খুলনা শহরে কাজে যান। রাতে বাড়িতে ফিরে তার মাকে মৃত অবস্থায় দেখতে পান। তার ধারণা বাড়িতে চুরি করতে এসে এ ঘটনা ঘটেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর