1. sheikhnadir81@gmail.com : admin :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অজ্ঞান পার্টির কবলে তরমুজ ব্যবসায়ীর লক্ষাধিক টাকা খোঁয়া ভারতীয় প্যাকেটে দেশীয় খাদ্যপণ্য প্যাকেট ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, কপিলমুনির মদন চানাচুরকে জরিমানা কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সৈয়দপুর উপজেলা নির্বাচনে প্রতিক পেয়েই প্রার্থীদের প্রচারণা শুরু‌ টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যেপ্রতীক বরাদ্দ কপিলমুনির সাবেক ইউপি সদস্য এজাহার আলীর মৃত্যু পাইকগাছা আদালতের নির্দেশনা অমান্য করে জমি জবর দখলের চেষ্টা; আদালতে মামলা সাতক্ষীরার কালিগঞ্জে ভেজাল গবাদিপশু খাদ্য বিক্রির অভিযোগ পাইকগাছায় মহান মে দিবস পালিত বর্ণাঢ্য আয়োজনে সৈয়দপুরে মহান মে দিবস পালিত

খুলনায় শ্বাসরোধে লাইব্রেরিয়ানকে হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫০ বার পঠিত
9619

খুলনা প্রতিনিধি:


খুলনায় শ্বাসরোধে পাঠক প্রিয় লাইব্রেরির লাইব্রেরিয়ান রফিকুলকে হত্যা মামলার আসামি মোঃ রিদয় (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

সে খুলনার বাবুস সালাম জামে মসজিদ এর পেছনের রেলওয়ে বস্তির নিক্সন মার্কেট এলাকার বাসিন্দা মোঃ হান্নান পাসারীর ছেলে।

র‍্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রফিকুল হত্যা মামলার আসামি ঢাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাব-৪, সদর কোম্পানী, ঢাকা এর সহযোগিতায় মিরপুর-১২, ডিএমপি ঢাকা হতে রফিকুল হত্যা মামলার প্রধান অন্যতম আসামি মোঃ হৃদয়কে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত রফিকুল ইসলাম মোল্লা (৫৫), খুলনা সদর থানাধীন ৪৭ কেডি ঘোষ রোড পাঠক প্রিয় লাইব্রেরীতে চাকুরি করতেন এবং পাঠক প্রিয় লাইব্রেরীর ৩য় তলার গোডাউনের পার্শ্বে তিনি বসবাস করতেন। অপরদিকে হত্যা মামলার আসামীদ্বয় একই লাইব্রেরীতে লেবার এর কাজ করতো। সেই সুবাদে আসামীদ্বয়ের সাথে ভিকটিমের মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতো এবং পরবর্তীতে তারা আবার একই সাথে কাজ করতো।

সর্বশেষ গত ১ এপ্রিল রাত অনুমান ৮ টা ১০ মিনিটের সময় ওই লাইব্রেরীর সকল কর্মচারীগণ লাইব্রেরী তালাবদ্ধ করে তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে যায়। পরবর্তীতে রাত্র অনুমান ১০টা ৩৫ মিনিটের সময় লাইব্রেরীর কর্মচারীগণ তারাবির নামাজ আদায় শেষ করে লাইব্রেরীর ম্যানেজার শাহজাহান (৫৫) লাইব্রেরীর ৩য় তলার গোডাউনের পিছনের দরজা খোলা এবং গোডাউনের রুমের মধ্যে পিছনের দরজার সামনে ভিকটিমের রক্তমাখা লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং ভিকটিমের রক্তমাখা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক পর্যায়ে গোডাউনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দেখতে পান, ভিকটিমকে মোঃ চাঁন মিয়া সরদার (৪৫) এবং মোঃ হৃদয় (২৫) মারপিট করে এবং গলায় বই বাঁধার সুতার তৈরি পাঁকানো কালো চিকন রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। যদিও মামলার তদন্ত সার্থে সে ব্যাপারে প্রথমে কিছু জানানো হয়নি।

পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার পর থেকে আসামীদ্বকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বৃৃহস্পতিবার দুপুরে মামলার অন্যতম আসামি রিদয়কে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর