1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে মারধর করে পুলিশে সোপর্দ, মামলা কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল টঙ্গীবাড়ীতে প্রশাসনের পরোক্ষ সহায়তায় ছায়া-সন্ত্রাস, লাইনম্যানদের হাতে বাজারজুড়ে ত্রাস স্কাউটিংয়ে জাতীয় শাপলা কাপ অ্যাওয়ার্ড পেল মেধাবী শিক্ষার্থী সারা খাতুন মুন্সিগঞ্জে নানা আয়োজনে ‘দৈনিক বাংলাদেশ সমাচার’ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেএমপির পুলিশ সদস্যদের অংশগ্রহণে “মিনি ম্যারাথন প্রতিযোগিতা” অনুষ্ঠিত এমইউজে খুলনার প্রথম সাধারণ সভা : পেশাগত মর্যাদা ও অধিকার আদায় করে দেবো, ঐক্যবদ্ধ থাকুন পাইকগাছার সরল খাঁ দীঘিতে গোসল করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে ‘ধানেরশীষ’র বিজয় ছিনিয়ে আনতে হবে খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নন তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী– বাপ্পী
13277

ধলেশ্বরী নদীতে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত
munsigang-14581
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা–২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সিপাহীপাড়া ও বক্তাবলী বাজার থেকে যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর লঞ্চঘাটে।

প্রতিযোগিতায় সারা দেশ থেকে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু অংশ নেন। পুরুষরা প্রায় ১০ কিলোমিটার ও মহিলারা প্রায় ৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।

প্রতিযোগিতা শেষে সকাল ১১টা ৩০ মিনিটে ধলেশ্বরী নদীর লঞ্চঘাট টার্মিনাল প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস (কমান্ডার, ঢাকা নৌ অঞ্চল), কমডোর আরিফ আহমেদ মোস্তফা (চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ), মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম পাঁচজন বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে—

প্রথম স্থান অর্জনকারী পান ২০,০০০ টাকা, দ্বিতীয় ১৫,০০০ টাকা, তৃতীয় ১০,০০০ টাকা, চতুর্থ ৭,০০০ টাকা, এবং পঞ্চম ৫,০০০ টাকা পুরস্কার।

এছাড়া যারা সফলভাবে সাঁতার সম্পন্ন করেছেন, তাদের প্রত্যেককে ৩,০০০ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও দেশের বিভিন্ন সুইমিং ক্লাবের সাঁতারুরা অংশগ্রহণ করেন।
ধলেশ্বরী নদীর মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ দেখা যায়।

13281

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
13282
13283
13284
13285
13286
13287
13288
13289