1. sheikhnadir81@gmail.com : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে উপজেলা চেয়ারম্যান ওসিসহ ৩জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঘূর্ণিঝড় ‘রিমেল’মোকাবেলায় খুলনায় প্রস্তুত ৬০৪টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি ৩টি মুজিবকেল্লা আনন্দ গুপ্তার হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধের পরিবার! এসএসসিতে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অভাবনীয় সাফল্য সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী তালার মাদক ব্যবসায়ী আটক পাইকগাছায় খুলনাসহ ৫ বিভাগে হিট অ্যালার্ট জারি পাইকগাছায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের ৩০ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন কয়রায় নিম্নমানের জমাট বাঁধা মিশ্রণে রাস্তায় কার্পেটিং!

তালা এলজিইডি’র অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাঁধা!

  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

সঠিকভাবে কাজ বাস্তবায়নে ইউএনও’র আশ্বাস


নিজস্ব প্রতিবেদক (তালা):
সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের (এলজিইডি) অনিয়ম দুর্নীতি, লুটপাটের প্রতিবাদ ও তদন্তপূর্বক সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে তালা উপজেলা নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন পন্ড করে দিয়েছে পুলিশ।
নাগরিক কমিটির নেতৃবৃন্দের দাবি, বুধবার (০৫ জুলাই) সকাল ১১ টায় মানববন্ধনের লক্ষ্যে ব্যানার, মাইকসহ সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল। এমনকি কমিটির নেতৃবৃন্দরাও পূর্ব নির্ধারিত স্থান তালা প্রেসক্লাবের সামনে যথাসময়ে পৌঁছেছিলেন। তবে মানববন্ধনের ঠিক আগ মুহূর্তে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। যদিও সর্বশেষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাগরিক কমিটির নেতৃবৃন্দদের তার কার্যালয়ে ডেকে সঠিকভাবে কাজ বাস্তবায়নে আশ্বস্ত করেছেন।
জানাযায়, তালা উপজেলা নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তর বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মানববন্ধনের ঠিক আগ মুহূর্তে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। এরপর কমিটির নেতৃবৃন্দদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে কয়েকদিনের সময় চেয়ে সঠিকভাবে কাজ বাস্তবায়নে আশ্বস্ত করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন, তালা উপজেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে উপজেলার বিভিন্ন চলমান প্রকল্পে অনিয়ম দুর্নীতি চলমান। এর প্রতিবাদে বুধবার তালা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছিলেন তারা। তবে মানববন্ধনের ঠিক আগ মুহূর্তে পুলিশি বাধায় আয়োজিত কর্মসূচী পন্ড হয়ে যায়। পরে বিষয়টি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কমিটির নেতৃবৃন্দদের ডেকে নিয়ে সঠিকভাবে কাজ বাস্তবায়নে আশ্বাস দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার বলেন, তালা সরকারি কলেজ সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দৃশ্যমান। তবে বিষয়টি মৌখিক ভাবে সংশ্লিষ্ট সকলকে জানিয়েও সে ব্যাপারে কার্যত কেউ কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় সর্বশেষ মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সর্বশেষ মানববন্ধনের আগে তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা প্রদান করায় তা পন্ড হয়ে যায়।
এব্যাপারে জানতে মোবাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, তালা উপজেলা প্রকৌশলী ও সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলীর নানা অনিয়ম-দুনীতিসহ অগ্রিম বিল বাণিজ্যের খবর ইতোমধ্যে দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকাসহ অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই একে একে বেরিয়ে আসছে দপ্তরের জানা-অজানা নানা তথ্য। যার ফলে অনিয়ম-দুর্নীতিসহ বিল বাণিজ্যের বিষটি টক অব দা উপজেলায় পরিণত হয়েছে।
সর্বশেষ এব্যাপারে তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপজেলার সকল কাজ সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন নাগরির কমিটির নেতৃবৃন্দসহ সচেতন উপজেলাবাসী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
9262