1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে মারধর করে পুলিশে সোপর্দ, মামলা কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল টঙ্গীবাড়ীতে প্রশাসনের পরোক্ষ সহায়তায় ছায়া-সন্ত্রাস, লাইনম্যানদের হাতে বাজারজুড়ে ত্রাস স্কাউটিংয়ে জাতীয় শাপলা কাপ অ্যাওয়ার্ড পেল মেধাবী শিক্ষার্থী সারা খাতুন মুন্সিগঞ্জে নানা আয়োজনে ‘দৈনিক বাংলাদেশ সমাচার’ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেএমপির পুলিশ সদস্যদের অংশগ্রহণে “মিনি ম্যারাথন প্রতিযোগিতা” অনুষ্ঠিত এমইউজে খুলনার প্রথম সাধারণ সভা : পেশাগত মর্যাদা ও অধিকার আদায় করে দেবো, ঐক্যবদ্ধ থাকুন পাইকগাছার সরল খাঁ দীঘিতে গোসল করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে ‘ধানেরশীষ’র বিজয় ছিনিয়ে আনতে হবে খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নন তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী– বাপ্পী
13277

সৈয়দপুরে মথবীজে রং মিশিয়ে মুগ ডাল বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫১৩ বার পঠিত
saedpur-14629
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে বাজারে মুগ ডালের নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং মিশ্রিত মথবীজ। বিদেশ থেকে আমদানি করা মুগ ডালের মতই দেখতে মথবীজে রাসায়নিক রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুগ ডালে ওই মথবীজের সন্ধান মিলেছে।

এদিন শহরের শহীদ জহুরুল হক সড়কে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে আশরাফ ট্রেডার্সের মুগ ডাল পরীক্ষা করলে সেগুলো আমদানি করা মথবীজ বলে সনাক্ত করা হয়। ফলে ভেজালের দায়ে ব্যবসায়ী মো. আরিফকে ১৫ হাজার টাকা জরিমানা এবং মুগ ডালের নামে ক্ষতিকর মথবীজ বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন নীলফামারীর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন।

অভিযান দলের অন্যরা হলেন, নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম, সৈয়দপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন সরকার আনসার বাহিনীর সদস্যরা। এরআগে পৃথক এক অভিযানে গুড়ে নিষিদ্ধ কেমিক্যাল পাওয়ায় দুই গুড় ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়। দন্ডিতরা হলেন ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা এবং হাজি গরিবুল্লাহ এন্টারপ্রাইজের মালিক মোঃ মাসুদ রানাকে ৮ হাজার টাকা দন্ড দেয়া হয়।

এ ব্যাপারে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন জানান, বাজারে রাসায়নিক মিশ্রিত ভারতীয় মথবীজকে মুগ ডাল বলে বেচাকেনা করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা এবং ওই ডাল বিক্রি না করতে সতর্ক করা হয়েছে। আর গুড়ে ক্ষতিকর দ্রব্য পাওয়ায় জরিমানা করা হয়েছে দুই ব্যবসায়ীকে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা বিদেশ থেকে আমদানি করা মথবীজের রং পরিবর্তন করে মুগ ডাল নামে বিক্রি করছে। নিষিদ্ধ কেমিক্যাল টারট্রাজিন রং মেশালে মথবীজ হলুদ রং ধারণ করে। এই মথবীজকে মুগ ডাল বলে বিক্রি করা হচ্ছে বাজারে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। ইতোমধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তি জারি করে জনসাধারণকে মথবীজ কেনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

13281

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
13282
13283
13284
13285
13286
13287
13288
13289