1. sheikhnadir81@gmail.com : admin :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতীক পেয়েই প্রচারণা শুরু; পাইকগাছায় আনন্দ মোহনকে নিয়ে সাধারণের উন্মাদনা আইকন খেলোয়াড় হিসেবে এলপিএল লিগে দল পেলেন মুস্তাফিজ কপিলমুনিতে অর্থাভাবে ছেলেকে বাঁচাতে মায়ের দেওয়া কিডনি প্রতিস্থাপন হচ্ছেনা নলছিটি গণহত্যা দিবস আজ: ৫৩ বছরেও স্বীকৃতি পায়নি নলছিটির ১৪ টি শহীদ পরিবার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বর্তমান চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু সৈয়দপুরে তিন সন্তানের জননীর আত্মহত্যা জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ছাত্রীদের চেয়ে ছাত্রদের পিছিয়ে পড়ার কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড পাইকগাছায় চেয়ারম্যান প্রার্থী টিপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের সাথে মতবিনিময়

সুইডেশ রাজকন্যা উপকুলীয় কয়রার গ্রামীন নারীদের কথা শুনলেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪৩ বার পঠিত
koyra-9508

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ


খুলনার কয়রার মানুষের সুপেয় পানির সমস্যার কথাগুলো রাজকন্যাকে জানালেন মহেশ্বরীপুর নয়ানী নামযজ্ঞ পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। ঐ কমিটির সদস্য লিপিকা বিশ্বাস (২৯) রাজকন্যাকে জানালেন খাবার পানির সংকটের কথা।

লি‌পিকা রাজকন‌্যার উ‌দ্যেশ্যে লবনাক্ত পা‌নির ক্ষ‌তিকর দিকগু‌লো তু‌লে ধ‌রেন। তাছাড়া এলাকায় লজিক প্রকল্পের পানির প্লান তৈরী করায় এলাকার মানুষ যে মহাখুশি তা তারা রাজকন্যাকে জানান।

তারা আরও বেশি করে এলাকার পানির ট্যাংকির ব্যবস্খার পাশাপাশি আরও পানির প্লান্ট স্থাপনের দাবি জানান। সুইডেনের প্রিন্সেস
ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় গাীলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্মিত হেলিপ্যাডে এসে অবতরন করেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮ টায় অবতরনের প‌রে তিনি উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখার জন্য মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী নামযজ্ঞ মাঠে হাজির হন। সেখানে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বাস্তবায়নধীন ও ইউএনডিপির সহযোগিতায় লজিক প্রকল্পের নির্মিত পানির প্লান্ট পরিদর্শন করেন। এ ছাড়া পানি কমিটির সদস্যদের সাথে কথা বলেন।

এরপর রাজকন্যা ১০ টা ২৫ মিনিটে মহারাজপুর ইউনিয়ন পরিষদ এসে পৌছান, ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম প‌রিদর্শন করেন। এ সময তিনি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে বয়স্ক,বিধবা ভাতা,ই পাসর্পোট ও ই-পর্চার কার্যক্রম দেখেন। পরে মধুমতি ব্যাংকে একাউন্টের মাধ্যমে রেশমা আক্তারকে দিয়ে ৫ শ টাকার ডিপোজিট কার্যক্রম উদ্বোধন করেন। সেখান থেকে তিনি গাড়িযোগে ১১ টা ২৭ মিনিটে উপস্থিত হয়ে কয়রা স্মার্ট সার্ভিস পয়েন্ট অব পোস্ট অফিসের কার্যক্রম উদ্বোধন ক‌রেন। তিনি এ সকল কার্যক্রমের পাশাপা‌শি ঝুকিপূর্ণ মানুষের অনুভূতির কথা শুনে‌ছেন ও জীবন জীবিকা কার্যক্রম অবলোকন করে‌ছেন। দুপুর ১২ টায় তিনি কপোতাক্ষ কলেজ মাঠে হতে হ্যালিপেডযোগে কয়রা ত্যাগ করেন।

রাজকন্যার সফরসঙ্গী হিসাবে পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতি সংঘের সহকারি মহাসচিব উলরিকা মোদোর, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বানিজ্য সুইডিশ মন্ত্রী জোহান ফরসেল, কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান সহ সরকারি কর্মকর্তা জাতি সংঘের প্রতিনিধি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
9262