1. sheikhnadir81@gmail.com : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চার মাসের প্রচেষ্টায় কোরআন শরীফ হাতে লিখলেন মসজিদের খাদেম সেলিম ডুমুরিয়ায় বিয়ে বাড়িতে শিশু ধর্ষণ, ডেকোরেটর কর্মী গ্রেপ্তার ইউএনও’র আদেশ অমান্য করে ডুমুরিয়ার ঘেংরাইল নদীর উপর ব্রীজ নির্মাণকাজ ফের শুরু ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ বাইক চেপে টিকটক, দুর্ঘটনায় পাইকগাছায় তিন কিশোর আহত কাঁকড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে আনারুল সভাপতি দিপংকর সম্পাদক নির্বাচিত পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, চাষ ও পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা প্রচন্ড দাবদাহে পাইকগাছায় সড়কে ছিটানো হচ্ছে পানি, তৃষ্ণা নিবারণে শরবত পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২০ জনের মনোনয়নপত্র দাখিল কেশবপুর বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির ৫ বছর মেয়াদী কমিটি গঠন

বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীতাহানির অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৩ বার পঠিত
sliltahani-9726

শার্শা (যশোর) প্রতিনিধি::

যশোরের শার্শা উপজেলা বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীতাহানির লিখিত অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ ঐ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী শিক্ষক আব্দুল আলীমের নিকট প্রাইভেট পড়তো। এরই মধ্যে গত ০৪ এপ্রিল ২০২৪ তারিখে ঐ শিক্ষার্থীকে নোট দেওয়ার কথা বলে তাকে অন্য ছাত্র-ছাত্রীরা চলে যাওয়ার পরে নির্জন ঐ কক্ষে তার শরীর স্পর্শ করে শ্লীতাহানির চেষ্টা করে। এ নিয়ে ঐ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষক আব্দুল আলিমের অনৈতিক কর্মকান্ডে বিচার চেয়ে
মানব বন্ধন করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সংসদ সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট ছাত্রী নিজেই সুবিচার চেয়ে লিখিত
অভিযোগ পত্র দিয়েছে।

একাধিক অভিভাবকেরা এ প্রতিনিধির সাথে এক স্বাক্ষাতকারে জানান, শুধু ঘটরনা একটা নয় বহু ঘটনার নায়ক সে, লজ্জার কারনে কেউ প্রতিবাদ করেননি। বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করার পূর্বে উলাশী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করে সহকারী শিক্ষক আব্দুল আলীম, উলাশী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করার পূর্বে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে ঐ শিক্ষক।

উক্ত প্রতিষ্ঠান দুটির সভাপতি ও প্রধান শিক্ষক দ্বয় এক স্বাক্ষাতকারে বলেন আব্দুল আলীম একজন অযোগ্য, অদক্ষ্য শিক্ষক তাছাড়া ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্কে সুনিদৃষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। উলাশী মাধ্যমিক বিদ্যালয় থেকে বরখাস্ত করার পর বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে আব্দুল আলীম। বুজুরবাগান মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দীন অবসরে যাওয়ার পর ভাগ্য খুলে যায় শিক্ষক আব্দুল আলীমের। দীর্ঘ এক বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে বিদ্যালয়ের আয় ব্যায়ের কোন হিসেব নিকেশ নেই। ডান হাত বাম হাতে বিভিন্ন খাতে আয় ব্যায়ের
ভূয়া ভাউচার করে সভাপতিকে ম্যানেজ করে লক্ষ লক্ষ টাকা তোসরুপ ও আত্মসাথ করেছেন। আব্দুল আলীম একজন বিতর্কিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও বটে।

গত ২০২৩ সালের ৩রা মে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একজন প্রধান শিক্ষক, একজন নিরাপত্তা কর্মী, একজন কম্পিউটার ল্যাব অপারেটর, একজন আয়া ও একজন অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উক্ত নিয়োগ পরীক্ষায় প্রতিটি পদের বিপরিতে মোটা অংকের উৎকোচের বিনিময়ে সকল পদের প্রার্থীদেরকে সভাপতির নির্দ্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম চুড়ান্ত নিয়োগ পত্র প্রদান করেন। সবাইকে নিয়োগ দিলেও সভাপতির সাথে উৎকোচের অংকে সমন্নয় না হওয়ায় নারী লোভি সহকারী প্রধান শিক্ষক
সভাপতির মোননিত প্রার্থী আব্দুল আলিমকে নিয়োগ দেওয়ার জন্য পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে নতুন ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন গত ৫ ফেব্র“য়ারী ২০২৪ তারিখে। দূর্নীতিবাজ নারীলোভি সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ১৫ লক্ষ টাকার উৎকোচ প্রদানের চুক্তিতে সভাপতি অগ্রীম উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে। অযোগ্য অদক্ষ নারীলোভি ও দূর্নীতিবাজ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাথকারী সহকারী প্রধান শিক্ষক কে প্রধান শিক্ষক পদে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ার জন্য এবং নিয়োগ বোর্ডকে ম্যানেজ করার জন্য দলীয় প্রভাব বিস্তার করে চলেছেন।

এ ব্যপারে সহকারী প্রধান শিক্ষক ও নারীলোভি আব্দুল আলীমের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমি কখনই এধরনের ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমাকে ফাসানর জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন কুমার রাজবংশী জানান, এ সংক্রান্তে একটি অভিযোগ পেয়েছি। একটি কদন্ত টিম গঠন করা হবে। ঘটনার প্রমাণিত হলে ঐ শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর