1. sheikhnadir81@gmail.com : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার মেসি-ডি মারিয়াসহ আর্জেন্টিনার দল ঘোষণা যথাযোগ্য মর্যাদায় ডুমুরিয়ার চুকনগর গণহত্যা দিবস পালিত বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্থ, সংস্কারের পর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক উপজেলা পর্যায়ে বাজেট বরাদ্ধ ও খাতভিত্তিক বিভাজন বিষয়ক পরামর্শ সভা মোহাম্মদ মোখবের ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ৫ দিনের রাষ্ট্রীয় শোক ইরানের প্রেসিডেন্টের মৃত্যু: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ইরানী প্রেসিডেন্টের মৃত্যুর সঙ্গে আমরা জড়িত নই : ইসরায়েল হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি জীবন ঝুঁকিতে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা

ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত আহত ১

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ১জন আহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশ।

থানার এস আই আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা ডলফিন পরিবহণের একটি যাত্রীবাহী বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৬৪) কাঁঠালতলা বাজারে এসে যাত্রী নামাচ্ছিল। এসময় বাসের ড্রাইভার ও হেলপার বাসের চাকার সমস্যা ঠিক করার জন্যে নীচে নেমে আসে। এমতাবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৭৪৩) ঘটনাস্থলে এসে বাসের পিছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের চালক বরগুনার আমতলি এলাকার নেছার মৃধার ছেলে বশির মৃধা (৫৬), বাসের যাত্রী কেশবপুর উপজেলার দেউলি গ্রামের মৃত সত্য রঞ্জন দাসের ছেলে পূর্ণ চন্দ্র দাস (৫২) এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হারুনার রশিদের ছেলে ইয়াছিন হোসেন (১৯) মারাত্মক আহত হন। আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বাস চালক বশির মৃধা ও যাত্রী পূর্ণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। এ খবর লেখা পর্যন্ত আহত ইয়াছিন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

এ ঘটনায় কাভার্ডভ্যান চালক চুয়াডাঙ্গা সদরের মাছের দাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং হেলপার কুষ্টিয়া সদরের যুগিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২২) কে আটক করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে, শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। ডলফিন পরিবহণের বাস ও কাভার্ডভ্যানটি চুকনগর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
9262