1. sheikhnadir81@gmail.com : admin :
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় নিম্নমানের জমাট বাঁধা মিশ্রণে রাস্তায় কার্পেটিং! ডুমুরিয়ায় অবাধে কৃষি জমির মাটি গিলছে ইট ভাটা মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হালদারের উঠান বৈঠক অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন: ডুমুরিয়ায়‌ ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের আভাস কয়রায় ১ শ প্রতিবন্ধি সদস্য পেলো বিনামুল্যে হুইল চেয়ার মুন্সীগঞ্জে বিয়ের ২ মাসেই স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক আনন্দ মোহনকে ঘিরে সাধারণের উন্মাদনা ও প্রতিদ্বন্দিদের মাথা ব্যথার কারণ মেয়ের সাথে এসএসসি পরীক্ষায় পাস করলেন মা পৌর প্যানেল মেয়র সাবিয়া

পাইকগাছায় পুত্রের প্রহারে বৃদ্ধা মা রক্তাক্ত জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২১ বার পঠিত
paikgacha-৯৬৯৩
ছবি: পাইকগাছায় পুত্রের হাতে রক্তাক্ত জখম মাতা হামিদা বেগম।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

পাইকগাছায় পুত্রের হাতে বৃদ্ধ মাতা রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি উপজেলার মঠবাটি গ্রামে সোমবার রাতে। এ ঘটনায় বৃদ্ধার স্বামী মামলার প্রস্তুতি নিচ্ছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার মঠবাটি গ্রামের আলী মোল্লার পুত্র রবিউল ইসলাম মোল্লা বাইশারাবাদ মৌজায় পানি উন্নয়ন বোর্ড এর অধিগ্রহণকৃত সম্পত্তি সহ রেকর্ডীয় জমির মালিকদের নিকট থেকে ডীড মুলে প্রায় ১০ বিঘা জমিতে দীর্ঘ দিন ধরে ধান্য ও মৎস্য চাষ করে আসছে। কিন্তু তার লীজ ঘেরের দিকে নজর তার আপন বড় ভাই আজু মোল্লা ও মোস্তফা মোল্লার। দীর্ঘ দিন ধরে তারা রবিউলের মৎস্য লীজ ঘের অবৈধ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় একের পর এক থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে।

এমনকি পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারার বিধান মতে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যা বিচারাধীন রয়েছে। তারই জের ধরে গত ইং ১৫ এপ্রিল রাত আনুমানিক ৮ ঘটিকার সময় আজু মোল্লা ও মোস্তফা মোল্লা লোকজন নিয়ে রবিউলের মৎস্য লীজ ঘেরে অবৈধ প্রবেশ করে বাসাবাড়ি ভাংচুর সহ মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি সাধন ও রবিউলকে মারপিট করেছে বলে ভুক্তভোগী রবিউল জানায়।

সংবাদ পেয়ে ঐ রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় সংবাদ দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে আজু মোল্লা ও মোস্তফা মোল্লা এবং তাদের পরিবারের লোকজন রাত আনুমানিক ১২ টার পরে মঠবাটি গ্রামে নিজ বাড়ীতে হামলা চালিয়ে নিজ গর্ভধারিণী মা হামিদা বেগম (৬৫) কে মারপিট করে রক্তাক্ত জখম করেছে বলে বৃদ্ধার স্বামী আলী মোল্লা কেঁদে দিয়ে এ প্রতিনিধিকে জানিয়েছেন।

তিনি আরও বলেন সন্তানের হাতে মা রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এর চেয়ে বড়ো পাওয়া এই পৃথিবীতে আর কিছু নেই। পাইকগাছা থানা পুলিশ বৃদ্ধাকে দেখতে হাসপাতাল পরির্দন করেছে।

এ ঘটনায় আহত বৃদ্ধার স্বামী আলী মোল্লা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়ে।

থানার ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পাওয়া যায়নি, পাওয়া গেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
9262